ইসলামি অর্থনীতি নিয়ে খেলাফত মজলিসের সভা
প্রকাশঃ
তামাদ্দুন ডেস্ক : খেলাফত মজলিস ঢাকা মহানগরীর পল্টন থানা শাখার উদ্যোগে দারিদ্র্য ও বেকারত্ব দূরীকরণে ইসলামী অর্থনীতির ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৭ অক্টোবর) পল্টনে মজলিস মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
নাঈম আহমদের সঞ্চালনায় ও পল্টন থানা সভাপতি শাহ মোহাম্মদ আব্দুল আজিজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সংগঠনের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। প্রধান আলোচক হিসেবে ছিলেন সাবেক আইএমএফ কর্মকর্তা অর্থনীতিবিদ প্রফেসর সিদ্দিক হোসেন হিরু।
অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল, ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক আজিজুল হক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি আব্দুল হক আমিনী প্রমুখ।
Post a Comment