টুইটার অ্যাকাউন্ট ব্যবহারে লাগবে ডলার!
প্রকাশঃ
তামাদ্দুন ডেস্ক : ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টের ব্যবহারকারীকে মাসে ৮ ডলার করে ফি দিতে হবে বলে মত দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমটির নতুন মালিক ইলন মাস্ক। অনেক নাটকীয়তার পর ২৭ অক্টোবর ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেয়ার পর স্থানীয় সময় সোমবার নতুন এই পরিকল্পনার কথা জানিয়েছেন বিশ্বের শীর্ষ এই ধনী।
তিনি বলেন, টুইটারকে ভুয়া অ্যাকাউন্ট থেকে মুক্ত করার প্রক্রিয়া হিসেবে এমন পদক্ষেপ নেয়া জরুরি হয়ে পড়েছে। এই ফি যেসব অ্যাকাউন্টধারী দেবেন তারা অগ্রাধিকার ও দ্রুত সময়ে টুইটের বিপরীতে রিপ্লাই পাবেন। সেই সঙ্গে এসব অ্যাকাউন্ট সহজে খুঁজে পাওয়া যাবে।
সচল টুইটার অ্যাকাউন্টের সংখ্যা ২৪ কোটি। এখন পর্যন্ত বিশিষ্ট ব্যক্তিদের অ্যাকাউন্টের পাশে ‘ব্লু টিক’ চিহ্নের জন্য কোনো ফি দিতে হচ্ছে না।
এর আগে গত ৩০ অক্টোবর টুইটার ব্যবহারকারীর অ্যাকাউন্টের পাশে ভেরিফিকেশন চিহ্ন হিসেবে ‘ব্লু টিকের’ জন্য মাসে ৫ থেকে ২০ ডলার ফি আদায়ের বিষয়ে ইঙ্গিত দিয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমটির কর্তৃপক্ষ।
গত ২৭ অক্টোবর ৪৪ বিলিয়ন (৪ হাজার ৪০০ কোটি) ডলারে টুইটার কিনে নেন ইলন মাস্ক।
টুইটারের নিয়ন্ত্রণ নিয়ে ইলন মাস্ক বলেছেন, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমটিতে স্প্যাম বট দেখতে চান না। মাধ্যমটিকে ঘৃণা ও বিভাজনের কেন্দ্র হওয়া থেকেও রক্ষা করতে চান। যদিও এসব পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন হবে এবং কারা কোম্পানিটি চালাবেন, তার বিস্তারিত কিছু জানাননি তিনি। (সূত্র: বিবিসি)

Post a Comment