ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

১২ নভেম্বর প্রাক্তনদের পুনর্মিলনী আরজাবাদ মাদরাসায়

প্রকাশঃ
অ+ অ-
তামাদ্দুন ডেস্ক : প্রাক্তন শিক্ষার্থীদের জন্য পুনর্মিলনীর আয়োজন করেছে ঢাকার জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ। আগামী ১২ নভেম্বর (শনিবার) এই পুনর্মিলনী সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সম্মেলন প্রস্তুতি কমিটির সূত্রে জানা গেছে, মাদরাসা প্রাঙ্গণে ‘আবনায়ে আরজাবাদ সম্মেলন’ নামে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। পুনর্মিলনী সম্মেলনে শিক্ষাবর্ষ অনুযায়ী যোগাযোগ করে নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে। এতে জনপ্রতি নিবন্ধন ফি ধরা হয়েছে ৫শ’ টাকা। আগ্রহীদের ২৫ অক্টোবরের মধ্যে নিবন্ধন শেষ করতে হবে।

আয়োজকরা জানান, পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে পুনর্মিলনী সম্মেলনটি করা হচ্ছে। আরজাবাদ মাদরাসায় যেকোনো একবছর লেখাপড়া করেছেন এমন শিক্ষার্থীরা নিবন্ধনের সুযোগ পাবেন। আশা করা হচ্ছে, ১৯৭০ সালে প্রতিষ্ঠার পর থেকে বিগত পঞ্চাশ বছরে আরজাবাদ মাদরাসা থেকে হাফেজ, মাওলানা ও মুফতির পাশাপাশি বিভিন্ন কোর্সের শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীরা সম্মেলনে উপস্থিত থাকবেন।

এ বিষয়ে মাদরাসার প্রিন্সিপাল মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া সংবাদমাধ্যমকে বলেন, ‘এবারই প্রথম এ ধরনের আয়োজন করা হয়েছে। প্রত্যেক সনের ফারেগিনদের মধ্য থেকে দায়িত্বশীল নির্বাচন করা হয়েছে। আলাদা আলাদা প্রস্তুতি কমিটি এ জন্য কাজ করছে।’

উল্লেখ্য, দেশের অন্যতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান রাজধানীর জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ। মিরপুরে অবস্থিত এই মাদরাসায় ১৯৮৫—৮৬ শিক্ষাবর্ষে দাওরায়ে হাদিসের দরস শুরু হয়। এর আগ থেকেই হিফজসহ অন্যান্য বিভাগ চালু ছিল। পরবর্তীতে পবিত্র রমজান মাসে তাফসির ও ফেরাকে বাতেলাসহ বিভিন্ন বিষয়ে বিশেষ কোর্স চালু হয়। ২০০০ সালে খোলা হয় ইফতা বিভাগ।

একটি মন্তব্য করুন