বিশ্বজয়ী হাফেজ আবু রাহাতকে কওমি পরিষদ বাংলাদেশের শুভেচ্ছা
প্রকাশঃ
আমিন মুনশি : বিশ্বজয়ী হাফেজ আবু রাহাতকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে কওমি পরিষদ বাংলাদেশ। সম্প্রতি কুয়েতে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় ১১৭ দেশের মাঝে বাংলাদেশের প্রতিনিধি হাফেজ আবু রাহাত ৩য় স্থান অর্জন করে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) কওমি পরিষদ বাংলাদেশের সভাপতি ও রাজধানীর গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজীর নেতৃত্বে তাকে এই শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন হাফেজ আবু রাহাতের উস্তাদ ও মারকাজুত তাহফিজ ইন্টার ন্যাশনাল হিফজ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক শায়েখ নেছার আহমদ আন নাছিরী।
আরও উপস্থিত ছিলেন কওমি পরিষদের সহ-সভাপতি মুফতি ইব্রাহিম হোসাইন, সাংগঠনিক সম্পাদক মুফতি উবায়দুর রহমান, মাওলানা নাইমুল হক, মাওলানা আজহারুল ইসলাম ও মাওলানা মাহমুদুল হাসান সুজাত প্রমুখ।

Post a Comment