নগদ কেন এগিয়ে?
প্রকাশঃ
আমিন মুনশি : ডাক বিভাগের ডিজিটাল লেনদেন ‘নগদ’ অতি অল্প সময়েই মার্কেটে নিজের অবস্থান পোক্ত করে নিয়েছে। বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে আসায় সাধারণ মানুষের ভালোবাসাও অর্জন করেছে। কিন্তু সাম্প্রতিককালে তাদের নিয়ে তৈরি হয়েছে নানা গুঞ্জন। পত্র-পত্রিকাতেও ছাপা হয়েছে ভয় পাওয়ার মতো অসংখ্য সংবাদ। নগদের মাধ্যমে লেনদেন করে বিপাকে পড়ছেন দেশের বহু এলাকার মানুষ। যার সবকিছুকে ‘গুজব’ বলে চালিয়ে দেওয়াও সত্যকে অস্বীকার করার নামান্তর।
‘নগদ’ উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পেছনে রয়েছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মানুষজন। তাই অনেকেই এর সাফল্য-ব্যর্থতাকে সরকারের দায়-দায়িত্ব বলে প্রচার করেন। ভালো যা কিছু হচ্ছে তার জন্য অবশ্যই আমরা তাদের প্রশংসা করি। কিন্তু খারাপ যেসব নজির সামনে চলে আসে তার হিসেব কার কাছে চাইবো? ডাক বিভাগের মহাপরিচালক তো একবার হুঁশিয়ারিও উচ্চারণ করেছিলেন, অনেকটা এ রকম- নগদ হচ্ছে রাষ্ট্রীয় সেবা, তাই এর বিরুদ্ধে কথা বলা মানে রাষ্ট্রের বিরুদ্ধে বলা। অর্থাৎ রাষ্ট্রদ্রোহী মামলা হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে তার বক্তব্য থেকে!
এরপরও সাহস করে কিছু কথা বলতে হয় নাগরিক দায়বদ্ধতা থেকে। কারণ, আশেপাশে অনেককে দেখছি প্রতিনিয়ত প্রতারণার শিকার হতে...
নগদের ক্যাশআউট খরচ কম নয়, তবে তুলনামূলক সাশ্রয়ী। নগদ উদ্যোক্তা পয়েন্ট সবখানে নেই, তবে এটা বাড়ছে। সেন্ড মানি অপশন হঠাৎ হঠাৎ বন্ধ থাকে, তবে অ্যাপ থেকে ফ্রি এই সার্ভিস। কাস্টমার কেয়ারে কল দিয়ে কথা বলতে পারাটা রীতিমত ভাগ্যের ব্যাপার, তবে অভিযোগ জানালে তারা একবছর পর হলেও ফিডব্যাক জানায়! মোবাইল রিচার্জ করলে টাকা নাও পেতে পারি, তবে রিচার্জে ভালো অফার থাকে। এভাবে সরকারের তরফ থেকে উপবৃত্তি, বয়স্ক-প্রতিবন্ধীসহ বিভিন্ন ভাতা পাঠানো হয় নগদের মাধ্যমে। এসবের স্বচ্ছতা নিয়েও অভিযোগের শেষ নেই।
বাংলাদেশের শীর্ষ পত্রিকাগুলো প্রায়ই এ সংক্রান্ত খবর জাতিকে জানিয়ে দেয়। (বিজ্ঞাপন পেলে আবার চুপ হয়ে যায় নিয়মমাফিক!) সরকারের দায়িত্বশীল মন্ত্রী-প্রতিমন্ত্রী বারবার বলার চেষ্টা করেন, ‘নগদ’ বাজারে আসার কারণে সরকারি পরিষেবার খরচ কমে গেছে। আগে যাদের মাধ্যমে সেবা দেওয়া হতো তারা খরচ বেশি দেখাতো। অর্থাৎ বিকাশ, রকেট, শিউর ক্যাশের বিরুদ্ধে উঠেছে অভিযোগের তীর। তাহলে এখন জানা দরকার, নগদের কার্যক্রম নিয়ে কি কোনো অভিযোগ নেই মন্ত্রণালয়ে? নাকি ‘ঊর্ধ্বতন’দের বলে বিশেষ ব্যবস্থাপনায় চলতে থাকবে নগদ?
কেন্দ্রীয় ব্যাংকের অনাপত্তি সনদকেই অনুমোদন হিসেবে দেখিয়ে বছরের পর বছর ব্যবসায়িক প্রতিযোগিতায় এগিয়ে রাখা হবে নগদ-কে?
আরও পড়ুন : নগদের কার্যক্রম কেন বেআইনি নয় : হাইকোর্ট

Post a Comment