ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

কন্ট্রাক্ট ম্যারেজ!

প্রকাশঃ
অ+ অ-

জিয়াউর রহমান : কন্ট্রাক্ট ম্যারেজ৷ চুক্তিভিত্তিক বিয়ে৷ মূলত এটিকে বাস্তব বিয়ে বলা যায় না৷ বিয়ের নামে প্রতারণা ও প্রহসনমূলক কৃত্রিম বিয়ে৷ নির্দিষ্ট একটা সময় পরে দু’জন দুদিকে চলে যাবে৷ কন্ট্রাক্ট ম্যারেজে এমনই কথা হয়ে থাকে৷ ইদানীং সিলেটে যেটা হচ্ছে, সেটা হলো দুজন একই পথের পথিক৷ মানে দুজনই ইংল্যান্ড বা ইউরোপের যে কোনো উন্নত দেশে যেতে চায়৷

ইংল্যান্ডসহ কয়েকটি দেশ এই সুযোগ দিয়েছে স্টুডেন্ট ভিসায় গেলে স্ত্রী স্বামীকে কিংবা স্বামী স্ত্রীকে সেখানে নিয়ে যেতে পারবে৷ মেয়ের হয়ত ielts এর স্কোর ভালো৷ কিন্তু টাকা নেই৷ ছেলের টাকা আছে, কিন্তু যাবার ব্যবস্থা নাই৷ ঠিক তার উল্টোটাও হতে পারে৷ ছেলের ielts এর স্কোর ভালো কিন্তু টাকা নেই৷ মেয়ের বাবার টাকা আছে৷ তখনই কন্ট্রাক্ট ম্যারেজের মতো প্রতারণা ও নানা ফিতনাময় কাজটির প্রতি উভয় পক্ষ আগ্রহী হয়ে ওঠে৷

মেয়ে কিংবা ছেলে যার ielts এর স্কোর ভালো তার পক্ষ থেকে অপর পক্ষ যাওয়ার ও পড়াশোনার খরচ বহন করবে৷ একটা কাবিননামা হবে৷ মোহরানাও নির্ধারণ হবে৷ প্রথমে এই বিয়ের শরয়ী হুকুম হচ্ছে, যদি মৌখিকভাবে ইজাব-কবুল না হয়, তাহলে শুধু কাবিননামায় সই করার কারণে বিয়ে সহীহ হবে না৷ বিয়ে যখন হলো না, তাহলে ছেলে-মেয়ে উভয়ে বেগানা হিসেবেই থেকে গেলো৷

এখানে কয়েকটি কারণে কন্ট্রাক্ট ম্যারেজ নামক চুক্তিভিত্তিক কথিত বিয়েটি নাজায়েয এবং হারাম হবে৷

এক. মিথ্যা ও প্রতারণা৷ কারণ এখানে দুজন স্বামী-স্ত্রী না হওয়া সত্ত্বেও বলা হচ্ছে স্বামী-স্ত্রী৷ নিয়মতান্ত্রিকভাবে ইজাব-কবুল না হওয়া সত্ত্বেও কাবিননামায় উভয়ে সই করছে৷ মোহরানাও ঠিক করা হচ্ছে৷ এমনকি কোথাও বিয়ের অনুষ্ঠানও করা হয়ে থাকে৷ অথচ কোনটিরই বাস্তবতা নেই৷

দুই. দুজন পর্দা লঙ্ঘন করে একে অপরের সামনে আসছে৷ কথাবার্তা বলছে৷ যোগাযোগ রক্ষা করছে, যা সম্পূর্ণই হারাম৷

তিন. দুজনের ভিসা ও অন্যান্য সবকিছু যখন ও-কে হয়ে যায় তখন তারা স্বপ্নের বিলেতে উড়াল দেয়৷ এই যে দুজন বেগানা ছেলে-মেয়ে একসঙ্গে এত দূরের সফর করছে, যা শরীয়তে সম্পূর্ণ হারাম৷ 

বুখারি মুসলিমের হাদীস-

ﻻ ﻳَﺤِﻞُّ ﻻﻣْﺮَﺃَﺓٍ ﺗُﺆْﻣِﻦُ ﺑِﺎَﻟﻠَّﻪِ ﻭَﺍﻟْﻴَﻮْﻡِ ﺍﻵﺧِﺮِ ﺃَﻥْ ﺗُﺴَﺎﻓِﺮَ ﻣَﺴِﻴﺮَﺓَ ﻳَﻮْﻡٍ ﻭﻟﻴﻠﺔ ﺇﻻَّ ﻣَﻊَ ﺫِﻱ ﻣَﺤْﺮَﻡٍ.

আল্লাহ এবং আখিরাতের দিবসের উপর ঈমান আনয়নকারী নারীর জন্যে হালাল নয় মাহরাম ছাড়া একদিন একরাতের দূরত্বে সফর করা৷ (বুখারী: ১০৮৮, মুসলিম: ৪২১)

চার. এমনকি শরীয়তসম্মতভাবে বিয়ে সংঘটিত না হওয়া সত্ত্বেও একসঙ্গে থাকার মতো জঘন্য ঘটনাও ঘটছে৷ তাও অভিভাবকদের নিরব সম্মতিতে৷ নাউযুবিল্লাহ মিন যালিক

প্রিয় মুসলিম ভাই ও বোনেরা! শরয়ীভাবে এমন কাজ হারাম হওয়ার পাশাপাশি সুস্থ বিবেকের বিচারেও এটি চরম ঘৃণ্য ও লজ্জাজনক কাজ৷ দুনিয়ার সামান্য কয়েক বছরের ভোগ-বিলাসিতা ও চাকচিক্যময় ক্যারিয়ারের আশায় চিরস্থায়ী আখিরাত নষ্ট করবেন না৷ এমন কাজে যে যেভাবে সহযোগিতা করবেন, সবাই এই অপরাধের অংশীদার ও মারাত্মক গোনাহগার হবেন৷

একটি মন্তব্য করুন