কলরব কেন এখনো ইউটিউব চ্যানেল খোলেনি?
প্রকাশঃ
কলরব শিল্পীগোষ্ঠী বাংলাদেশের পরিচিত একটি ব্রান্ড। ইসলামি সঙ্গীতপ্রেমী প্রতিটি মানুষ জানেন তাদের কর্মকাণ্ড সম্পর্কে। দেশে-বিদেশে রয়েছে সংগঠনটির বিপুল শ্রোতা-দর্শক। অথচ প্রতিষ্ঠার প্রায় দুই দশক পেরিয়ে গেলেও এখন পর্যন্ত খোলা হয়নি তাদের নিজস্ব কোনো ইউটিউব চ্যানেল! নেপথ্যের ঘটনা সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন কলরবেরই একজন সিনিয়র শিল্পী।
কলরব শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাবেক সাহিত্য পরিচালক রায়হান ফারুক ফেসবুকে লিখেছেন, ‘নির্বাচনী উৎসবের মধ্য দিয়ে কলরব-এর নতুন পথচলা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে হৃদয়ে লালন করা কলরব ভক্ত, শুভাকাঙ্ক্ষী, কর্মীদের আবেগ পুঞ্জীভূত ছিলো যেন কলরব স্বগৌরবে মাথা উঁচু করে দাঁড়ায়। উস্তাদ আজাদ রহ. গত হওয়ার পর কলরব ধীরে ধীরে নিষ্প্রভ হয়ে পড়ে। তার গত হওয়ার একযুগ পার হলেও কলরব এর গৌরব ধরে রাখতে দৃশ্যমান কোনো উদ্যোগ পূর্ণতা পায়নি। নিয়মতান্ত্রিক গঠনতন্ত্র বা নীতিমালা ছিলো না। এসব কারণে নানারকম অসঙ্গতি আমরা দেখেছি সময়ে সময়ে। ফলে যারা মনে প্রাণে কলরব লালন করেন তাদের মনে এক ধরণের চাপা ক্ষোভ ছিলো। আমার মনেও ছিলো। এজন্য আমি সবসময় সরব ছিলাম। আমরা চেয়েছিলাম সবার আগে কলরব প্রতিষ্ঠিত হোক এবং প্রত্যেকের ন্যায্য অধিকার বাস্তবায়ন হোক।
ব্যক্তিগতভাবে কলরবে প্রিয়দের কারো সাথেই সামান্যতম মনোমালিন্য বা দ্বন্দ্ব কোনোকালেই ছিলো না আমার। কিন্তু ন্যায়সঙ্গত কথা বলতে গিয়ে হয়ত কখনো কখনো কেউ কেউ আঘাত পেয়েছেন আমার বক্তব্যে। সেজন্য আমি ক্ষমাপ্রার্থী। যেমন উদাহরণ স্বরুপ বলা যায়, কলরব-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল নেই এখনো পর্যন্ত। কেন নেই সেটা একটা বড়ো প্রশ্ন। এগুলো নিঃসন্দেহে অসঙ্গতি। কেন হয়নি সেটাই আমরা বারবার প্রশ্ন তোলার চেষ্টা করেছি। কাউকে ব্যক্তিগতভাবে কষ্ট দিতে চাইনি। শুধুমাত্র কলরবের স্বার্থে এবং আজাদ রহ.-এর চিন্তা-চেতনাকে বুকে লালন করে এগিয়ে নেওয়ার চেষ্টা থেকেই মূলত এমন যৌক্তিক দাবি করেছি।
যাই হোক, নতুন নীতিমালা তৈরী হয়েছে। নির্বাহী পরিষদ গঠনের প্রক্রিয়া চলছে।
ইতোমধ্যে প্রধান পরিচালক মনোনীত হয়েছেন, আলহাজ্ব রশিদ আহমদ ফেরদৌস ভাই, পরিচালক মনোনীত হয়েছেন আমাদের সাঈদ আহমাদ ভাই এবং নির্বাহী পরিচালক হিসেবে বদরুজ্জামান ভাই নির্বাচিত হয়েছেন। এছাড়াও ৬ সদস্যের স্থায়ী পরিষদ গঠিত হয়েছে। এই পরিষদে আছেন জনাব আলহাজ্ব রশিদ আহমদ ফেরদৌস ভাই, শাহ ইফতেখার তারিক ভাই, ইমতিয়াজ মাসরুর ভাই, সাঈদ আহমাদ ভাই, বদরুজ্জামান ভাই, আবু রায়হান ভাই।
সবাইকে অভিনন্দন জানাই। শীঘ্রই পূর্ণাঙ্গ পরিষদ গঠিত হবে। আশা করছি যোগ্য এবং নিবেদিত প্রাণ কর্মীরাই উঠে আসবেন। কলরব এবার স্বমহিমায় এগিয়ে যাবে ইনশাআল্লাহ। দ্রুত সময়ের মধ্যে প্রাথমিক ক্ষতগুলো পূরণ হয়ে কলরব-এর মজবুত ভিত তৈরী হবে আশা করছি।’

Post a Comment