ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

ইসলামী বইমেলায় "খুতুবাতে ফয়েজী"র মোড়ক উন্মোচন

প্রকাশঃ
অ+ অ-

 


ইবনে সাবিল-তামাদ্দুন: ইসলামী ব‌ইমেলায় "খুতুবাতে ফয়েজী"র মোড়ক উন্মোচন হয়েছে। গুলশান সোসাইটি জামে মসজিদের খতিব, মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকা এর প্রতিষ্ঠাতা পরিচালক মুফাসসিরে কুরআন মুফতী মুরতাজা হাসান ফয়েজী মাসুম সমৃদ্ধ এ বয়ান সংকলনটি করেছেন। 
 
ব্যাপক সমাদৃত ও গ্রহণযোগ্য এই গ্রন্থটির নতুন সংস্করণ নতুন কলেবরে, নতুন আঙ্গিকে দেশের আলোচিত ও শীর্ষ ধর্মীয় প্রকাশনী মাকতাবাতুল আজহার থেকে প্রকাশ পেয়েছে।
 
গতকাল ২৮ অক্টোবর শুক্রবার বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত ইসলামী বইমেলায় এই বইটির মোড়ক উন্মোচন হয়। 
 
মারকাজু ফয়জিল কোরআনের ছাত্রের  মনোমুগ্ধকর কোরআন তিলাওয়াত ও কলরবশিল্পী আবু সুফিয়ানের সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। 
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুলতানুল ওয়ায়েজিন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী. বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিউদ্দীন কাসেম, মাকতাবাতুল আজহারের প্রোপাইটর মাওলানা ওবায়দুল্লাহ আজহারী, কওমী পরিষদের আহবায়ক মুফতি ইমরানুল বারী সিরাজী, লেখক কলামিস্ট মাওলানা আতিকুল্লাহ, ইসলামী লেখক ফোরামের সাবেক সভাপতি মুফতি এনায়েতুল্লাহ, হাফিজ্জী হুজুর র. সেবা সংস্থার পরিচালক মাওলানা রজীবুল হক,মারকাজুল লুগাতুল আরাবিয়্যার পরিচালক মুফতি মুহিউদ্দীন ফারুকী, বিশ্বজয়ী সালেহ আহমদ তাকরীমের উস্তাজ হাফেজ মাওলানা আবদুল্লাহ আল মামুন মুফতি গোলাম মাওলা , মাওলানা আব্দুল্লাহ আল ফারুক,  মাওলানা সালেহ আহমদ আজম, ,মাওলানা মামুন চৌধুরী ,হাফেজ ইসমাইল হোসাইন সাইফী ও নিজাম উদ্দিন আল আদনান প্রমুখ ।
 
এছাড়াও এতে আরো বরেণ্য আলেম-ওলামা, ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদগণ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটির উপস্থাপনার দায়িত্বে ছিলেন লেখক-সাংবাদিক ওয়ালিউল্লাহ আরমান।

একটি মন্তব্য করুন