মাদরাসাতুল মারওয়াহ’র সবক প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
তামাদ্দুন ডেস্ক : মাদরাসাতুল মারওয়াহ’র হিফজ সবক প্রদান ও ২য় সাময়িক পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় মারওয়াহ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের নায়েবে মুহতামিম আবুবকর বিন রাশেদের উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মাঈনুদ্দীন ওয়াদুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার বিশেষ উপদেষ্টা মাওলানা কাজী আব্দুল্লাহ আল মাইমুন।
মূল পর্বের শুরুতে কোরআন তিলাওয়াত করেন মারওয়াহ’র ছাত্র সাজিদুর রহমান। সংগীত পরিবেশন করেন রংধনু সাংস্কৃতিক ফোরাম-এর শিশু শিল্পীবৃন্দ।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মারওয়াহ’র জেনারেল বিভাগের দায়িত্বশীল সাজিদ আবরার ও গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন হিফজ বিভাগের সহাকারী শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল কাদির।
এ সময় ছাত্রদের অভিভাবকসহ উপস্থিত ছিলেন মারওয়াহ’র নুরানী বিভাগের শিক্ষক ক্বারী খালিদ হোসাইন বায়েজিদ, হাফেজ ক্বারী আলী আকবর, হাফেজ ক্বারী মাহমুদুল হাসান ফাহিম ও রহমত উল্লাহ।
Post a Comment