ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

গাজীপুরে হামলার শিকার ইসলামি বক্তা, গ্রেফতার ১

প্রকাশঃ
অ+ অ-
মামলার কপি (বাঁয়ে), অভিযোগকারী আলেম ড. খলিল (ছবি: তামাদ্দুন24)
আমিন মুনশি : গাজীপুরে নিজের ক্রয়কৃত জমি দেখতে গিয়ে দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন বিশিষ্ট ইসলামি বক্তা ড. আল্লামা খলিলুর রহমান। এ ঘটনায় মামলা হলে পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন গুশুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মামলার বাদী ড. খলিলুর রহমান তামাদ্দুন টুয়েন্টি ফোর ডটকমকে বলেন, ‘২০১৫ সালে টঙ্গী গুশুলিয়া এলাকায় তিন কাঠা জমি কিনেছিলাম। এরপর থেকে মো. হকসহ কিছু লোক আমাদের জমিটি দখল করতে নানা ধরনের অপচেষ্টা চালায়। গত বৃহস্পতিবার আমরা ঢাকা থেকে জমি দেখার জন্য সেখানে গেলে তারা আমাদের ওপর দা-শাবল দিয়ে হামলা চালায়।’

তিনি আরও বলেন, ‘হামলার ঘটনায় আমার এক সফরসঙ্গী গুরুতর আহত হয়েছেন। অভিযুক্ত আসামিরা এখনো হুমকি-ধমকি দিচ্ছে। জমিটি দখল করার পাঁয়তারা করছে। আমরা ইতোমধ্যে টঙ্গী পশ্চিম থানায় এ বিষয়ে মামলা দায়ের করেছি।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম তামাদ্দুন টুয়েন্টি ফোর ডটকমকে বলেন, ‘মামলার অগ্রগতি হয়েছে। একজন আসামিকে আমরা গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছি। বাকিদের গ্রেফতারের জন্য তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে।’

একটি মন্তব্য করুন