ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

দুদকের মামলায় কারাগারে শাপলা মিডিয়ার কর্ণধার

প্রকাশঃ
অ+ অ-
বিনোদন ডেস্ক : চলতি বছরের আগস্টে দেশের চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা সংস্থা শাপলা মিডিয়ার সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়। সেসময় অনেকেই ধারণা করেছিলেন, প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ অনিশ্চিত। এবার সেই ধারণাই যেন সত্যি হতে চলেছে। কেননা শাপলা মিডিয়া ও ওটিটি মাধ্যম সিনেবাজের কর্ণধার সেলিম খানকে গ্রেফতার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় আদালতে পাঠানো হয়েছে তাকে।

বুধবার (১২ অক্টোবর) শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ আদেশ দেন। সংবাদমাধ্যমকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী খুরশীদ আলম।

এর আগে গত মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আসাদুজ্জামানের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন সেলিম খান। সেসময় শুনানির পর তদন্ত প্রতিবেদনসহ জামিন শুনানির তারিখ নির্ধারণ করা হয় আজ বুধবার(১২ অক্টোবর)।

গত ১ আগস্ট সেলিম খানের নামে ৩৪ কোটি ৫৩ লাখ টাকার অবৈধ অর্জনের অভিযোগে দুদকের সহকারী পরিচালক আতাউর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, সেলিম খান অবৈধ উপায়ে ৩৪ কোটি ৫৩ লাখ ৮১ হাজার ১১৯ টাকার সম্পদ তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে অর্জন করে নিজ ভোগদখলে রেখেছেন। এছাড়া তিনি ৬৬ লাখ ৯৯ হাজার ৪৭৭ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।

২০১৮ সালে বেশ আওয়াজ দিয়ে যাত্রা শুরু করেছিল সেলিম খানের শাপলা মিডিয়া। এরপর তিনি বেশকিছু সিনেমা নির্মাণ করেন প্রতিষ্ঠানটির ব্যানারে। গত বছর তিনি এক শ সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। সেসবের মধ্যে কিছু সিনেমার কাজ শুটিং চলছিল। তবে চলতি বছরের আগস্টে সবধরণের কার্যক্রম স্থগিত ঘোষণা করায় ছবিগুলোর কাজও বন্ধ হয়ে যায়।

একটি মন্তব্য করুন