কুমিল্লায় শানে সাহাবা কনফারেন্স অনুষ্ঠিত
প্রকাশঃ
তামাদ্দুন ডেস্ক : ‘ঐক্যবদ্ধ মিম্বার, আলোকিত সমাজ’ এই শ্লোগানে কুমিল্লার প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে ‘শানে সাহাবা কনফারেন্স’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ অক্টোবর) শানে সাহাবা খতীব কাউন্সিল কুমিল্লা জেলা শাখার আয়োজনে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শানে সাহাবা খতীব কাউন্সিলের চেয়ারম্যান মুফতি শামিম মজুমদার।
শানে সাহাবা খতীব কাউন্সিল কুমিল্লা জেলার সদস্য সচিব মাওলানা নেয়ামত উল্লাহ ফরিদীর উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা আহবায়ক, ভিক্টোরিয়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল্লাহ আল মামুন মোস্তাফী। অনুষ্ঠানে আহলুস সুন্নাত ওয়াল জামায়াত ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আমিনুল্লাহ, হাফেজ কল্যাণ সমিতির মহাসচিব আলহাজ হাফেজ ক্বারী হুমায়ুন কবির পাহাড়পুরী ও বিশিষ্ট ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শানে সাহাবা খতিব কাউন্সিল সাহাবায়ে কেরামের জীবনী পাঠকে জনসাধারণের মাঝে বিস্তৃত করতে ও যারা সাহাবাদের শানে বিরূপ কথাবার্তা বলে তাদের বিরুদ্ধে মাঠে কাজ করে যাচ্ছে। মিম্বার থেকে আলোচনার মাধ্যমে সমাজ থেকে অসত্য, কুসংস্কার দূর করতে ও খতিবদের অভিভাবক হিসেবে তাদের নিরাপত্তা দিতে কাজ করে যাচ্ছে।



Post a Comment