ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

মসজিদে নববীর সাবেক ইমামের ইন্তেকালে শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর শোক-তামাদ্দুন

প্রকাশঃ
অ+ অ-

 

ইবনে সাবিল: তামাদ্দুন টোয়েন্টিফোর ডটকম:


সৌদি আরবের ঐতিহাসিক মসজিদ মসজিদে কিবলাতাইনের ইমাম ও মসজিদে নববীর সাবেক তারাবীহর গেস্ট ইমাম শায়খ মাহমুদ খলিল আলক্বারীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী।
 
শনিবার (২৫ জুন) এক বিবৃতিতে তিনি শোক প্রকাশ করেন।
 
তিনি বলেন, শায়খ মাহমুদ খলিল আলক্বারী হাজার হাজার ছাত্র গড়ার কারিগর ছিলেন, জান্নাতের উঁচু মাকামে হোক হযরতের ঠিকানা, আমীন।
 
স্থানীয় সময় শনিবার সকাল ৮টায় তিনি ইন্তেকাল করেন। এর আগে অসুস্থ হওয়ার কারণে তাকে সৌদি আরবের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা বেগতিক হলে তাকে আইসিউতে স্থানান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ। আর এখানে চিকিৎসাধীন অবস্থায়-ই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।
 
প্রভাবশালী আরবি সংবাদমাধ্যম আলআইন জানায়, শনিবার মাগরিবের নামাজের পর মসজিদে নববীতে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

একটি মন্তব্য করুন