ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

সাংস্কৃতিক কর্মীদের মতবিনিময় সভা ও প্রাসঙ্গিক কিছু কথা: মাঈনুদ্দীন ওয়াদুদ

প্রকাশঃ
অ+ অ-

 


গত মঙ্গলবার ঢাকার একটি অভিজাত রেস্তোরায় মহাকবি আল্লামা মুহিব খানের আহবানে বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী কাউসার আহমাদ সুহাইল ও আমার সমন্বয়ে দেশের শীর্ষ সাংস্কৃতিক কর্মীদের উপস্থিতিতে এক জমকালো মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে তারুণ্যের আইডল শাহ ইফতেখার তারিক, কলরবের প্রধান পরিচালক রশিদ আহমদ ফেরদৌস, দাবানল কান্ডারি আনিস আনসারী, কবি রিয়াদ হায়দার, ক্বারী সাইদুল ইসলাম আসাদ, খন্দকার হুসাইন আহমাদ, মোহাম্মদ বদরুজ্জামানসহ দেশের ১ম সারির সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও গুরুত্বপূর্ণ কয়েকজন সাংবাদিকও অংশগ্রহণ করেন। 
 
উপস্থিত সবাই সুষ্ঠু একটি নীতিমালাসহ জাতীয় সাংস্কৃতিক সংঘ গঠনের বিষয়ে একাত্মতা পোষন করে মতামত প্রদান করেন। 
 
অনুষ্ঠানটিকে ইনসাফ, আওয়ার ইসলামসহ বেশ কয়েকটি মিডিয়া গুরুত্বসহ প্রচার করে। এছাড়াও অংশগ্রহণকারী শিল্পীদের ফেসবুক ওয়ালে অনুষ্ঠানের ছবিগুলো প্রচার হলে সারাদেশে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। এ নিয়ে ইতিবাচক চিন্তার অধিকাংশ মানুষ আশাবাদী হলেও নেতিবাচক চিন্তার কেউ কেউ সমালোচনাও শুরু করেন। এতে আমরা মোটেও বিচলিত নই, বিরোধী মতকে স্বাগত জানাই। 
 
তবে, সবার উদ্দেশ্যে কথা হলো, আমাদের এই আয়োজন নিছক কোনো আয়োজন ছিলোনা, বরং এটি ছিলো সাংস্কৃতিক অঙন নিয়ে আমাদের বৃহত্তম পরিকল্পনার ক্ষুদ্রতম বাস্তবায়ন মাত্র। ভবিষ্যতে আমরা তাদেরকেও আমন্ত্রণ জানাবো ইনশাআল্লাহ! হতাশ হবার কোনো কারন নেই। 
 
আমাদের চিন্তা সুদূরপ্রসারী, উদ্দেশ্য এক ও নেক। 
 
কেউ কেউ এই আয়োজনকে এক ঘরানার বলে মন্তব্য করেছেন, আমরা এর উত্তরে ভেতরের কথা বলতে চাই;
পরামর্শ অনুযায়ী শুরুতেই আমরা নিদৃষ্ট কোনো ঘরানার বা জোটবদ্ধ কাউকে আমন্ত্রণ করে নিজেরা যেমন প্রশ্নবিদ্ধ হতে চাইনি তেমনি তাদেরকেও গন্ডির বাহিরে এনে প্রশ্নবিদ্ধ করতে চাইনি। কারন, আমাদের টার্গেট হলো দলমত নির্বিশেষে সকল বিতর্কের উর্ধে উঠে সামগ্রিক ফায়দার জন্য অপসংস্কৃতির আগ্রাসন ও জাতীয় সংস্কৃতির অবক্ষয় রোধে সম্মিলিতভাবে কাজ করা। 
 
আমরা চাই ইসলামী সংস্কৃতি কারো পকেটজাত পণ্য না হোক; জাতীয় স্বার্থে জাতীয় অর্থে এই সংস্কৃতি সবার জন্য কাজ করুক, সবার কাছে সমানভাবে সমাদৃত হোক! নিদৃষ্ট ঘরানার মুখোশ খুলে উন্মুক্তভাবে বিচরণ করুক সর্বত্র। এই আমাদের প্রত্যাশা।
 
আমাদের বিশ্বাস, সবার সমন্বয়ে আমরা সারা দেশের তৃণমূলে ছড়িয়ে ছিটিয়ে থাকা সাংস্কৃতিক কর্মীদের স্বার্থ সংরক্ষণ এবং মানোন্নয়নের জন্য একটি স্বচ্ছ ও নির্ভরযোগ্য প্লাটফর্ম উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। 
 
খুব শীঘ্রই আমরা পরামর্শ সাপেক্ষে বড়দের নির্দেশনার আলোকে উপকারী কোনো সিদ্ধান্ত নিয়ে আপনাদের সামনে হাজির হবো। 
 
জাতির স্বার্থসংশ্লিষ্ট প্রয়োজনে আমাদের যে কোনো আয়োজনে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক দুআ কামনা করি। 
 
মিরপুর-১, ঢাকা।
১৮৷১১৷২০২১

একটি মন্তব্য করুন