ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

তালেবান অনুপ্রেরণায় অনুশীলনে আফগান ক্রিকেটাররা

প্রকাশঃ
অ+ অ-


টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলার লক্ষ্য নিয়ে রাজধানী কাবুলে অনুশীলন করছে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাত ও ওমানের কন্ডিশন চেনা বিধায় এই স্বপ্ন দেখতে পারছে আফগানরা। রশিদ খান-নবীদের নাকি নির্ভয়ে ক্রিকেট খেলতে অনুপ্রেরণা দিচ্ছে তালেবানরা।

ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে বুঁদ হবার অপেক্ষা। মরুর দেশে বসবে তারার মেলা। আফগানরা সেখানে নিজেদের ক্রিকেট ইতিহাসের সেরা পারফরমেন্স করতে চায়। খারাপ সময় শেষেই নাকি হয় ভালো কিছু। রাজধানী কাবুলে নিয়মিত অনুশীলনে ব্যস্ত জাতীয় দলের ক্রিকেটাররা।

র‌্যাংকিং ভালো থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক পর্ব খেলতে হবে না আফগানিস্তানের। যেখানে বাংলাদেশও আফগানদের চেয়ে পিছিয়ে। শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে তাই জোরেশোরে। লক্ষ্যটা স্থির। টুর্নামেন্টের ফাইনাল খেলা। চেনা কন্ডিশন বলেই হয়তো সাহসী আফগানরা।

আফগান ক্রিকেটাররা বলেন, ‌দুবাই আমাদের অনেক পরিচিত জায়গা। অনেক ম্যাচ খেলেছি এই কন্ডিশনে। ফাইনালে খেলার লক্ষ্য আমাদের। তা না হলে অন্তত সেমিফাইনালে উঠতে চাই। আমরা নিয়মিত অনুশীলন করছি। সেখানে কোনো সমস্যা হচ্ছে না। আমরা শিগগিরই সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দিব।

রশিদ-নবীদের গ্রুপ পর্বের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড ও পাকিস্তানের মত বিশ্বচ্যাম্পিয়নরা। তারপরো ফাইনাল পর্যন্ত যাওয়ার সাহস ওদের নাকি জুগিয়েছে তালেবানরা। আফগানিস্তানে তালেবানরা ক্ষমতায় আসার পর ক্রিকেট বোর্ডকে ঢেলে সাজিয়েছে। নির্ভয়ে ক্রিকেট খেলারও নাকি অনুমতি দিয়েছে।

দলটির কোচ জানান, ছেলেরা আসলে খেলতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা এই বিশ্বকাপে কিছু একটা করে দেখিয়ে দিতে চাই, যে আমরা বিপদের মধ্যেও ভালো কিছু করতে পারি।

২৫ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামবে আফগানিস্তান।

-এইচএএম


একটি মন্তব্য করুন