পথের দিশায় রেখো প্রভু: কামরুন নাহার
প্রকাশঃ
পথের দিশায় রেখো প্রভু
✍কামরুন নাহার
সুপথ যবে দেখালে আমায়,
স্বয়নে স্বপনে ডাকি তোমায়।
এই পথের দিশায় রেখো প্রভু,
না হারায় যেন এপথ কভূ।
আসবে বিপদ বাঁধা যত,
শক্তি সাহস দিও তত।
মনের গহীনে হলে ক্ষত,
দোয়া-মুনাজাতে রেখো রত।
ঈমানের স্বাদ হৃদয়ে দিও,
মুসিবতে প্রিয় করে নিও।
সিজদাতে তৃষিত মন ভরিও,
তাকওয়াতে প্রাণ পূর্ণ করিও।
জীবনে আছে যত কালিমা,
ধুয়ে মুছে সাফ করো লালিমা।
আলোকিত জীবন দাও আমায়,
মরণেও মুখে থাকে নাম তোমার।
মনের মাঝে আছে যত ধন্যতা,
ভালোবাসায় করে দিও পূর্ণতা।
কষ্টের মাঝেও রেখোনা শূন্যতা,
বিশ্বাসে তুমিই দাও পরিপূর্ণতা।
-এইচএএম

Post a Comment