ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

লোভে পাপ পাপে মৃত্যু

প্রকাশঃ
অ+ অ-
সাবেত চৌধুরী 

প্রচ্ছদ : কাজী হাসানুল বান্না

রাজা মহাশয়ের দরবারে যাতায়াত। কতো শতো পরামর্শ দেন। রাজা কিছু শোনেন আর কিছু প্রত্যাখ্যান করেন। আবার পরিষদবর্গ তাকে পেলে মজে ওঠেন নানান কথায়। অথচ রাজসভার কেউ নন তিনি।

আজকে রাজা খোশ মেজাজে আছেন। যে যা আবদার করছে, তাই পূরণ করছেন। এ কাণ্ড দেখে দরবারি এক লোক রাজাকে বললো, ‘আপনি আমাকে তো কিছুই দিচ্ছেন না?’ রাজা বললেন, ‘আমার রাজত্বের যতোদূর তুমি হাঁটতে পারবে, ততোটুকু জমি তোমার হবে।’

রাজা বলতে দেরি দরবারি লোকটার ছুটতে দেরি হলো না। হাঁটছে আর হাঁটছে...।

একবার ভাবলো, হয়েছে অনেক; আর জমি দিয়ে কী করবো? আবার ভাবলো, সুযোগ তো বারবার আসে না। চলছে পথিক চলছে...। লোভের অথৈ সাগরে সাঁতরে পার খুঁজছে পথিক।

একটা সময় দরবারি লোকটি পথই হারিয়ে ফেললো। ফেরার পথই পেলো না। হায়! সম্পদের মোহে প্রাণটাই গেলো।

পুনশ্চ : রাসুল (সা.) বলেন, ‘মানুষকে যদি একটি স্বর্ণের পাহাড় দেওয়া হয়, তাহলে সে আরেকটি পাহাড়ের লোভে থাকবে। আদম সন্তানের পেট কেবল কবরই পূর্ণ করতে পারবে।’ (বোখারি : ৬৪৩৯-৬৪৪০)।

শিক্ষা : জীবন ধারণের প্রয়োজনে সম্পদ অর্জন করা, সম্পদের জন্য জীবন নয়।

লেখক : শিশুসাহিত্যিক ও গল্পকার
খিলগাঁও, ঢাকা

একটি মন্তব্য করুন