ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

হে শেখ মুজিব!

প্রকাশঃ
অ+ অ-
আবদুল্লাহ সরদার

প্রচ্ছদ : কাজী হাসানুল বান্না

শিখিয়েছো সুখ-স্বপ্ন
দেখিয়েছো বাস্তবতা
শেখ মুজিব হে!
বাংলার মহান নেতা।

স্নেহ-ভালোবাসার পরশে
গড়েছো এ ভূমি
তর্জনীতলে তব বাঙালি
তোমার তুলনা তুমি।

৭৫-এর ১৫ আগস্ট
ভুলবো না, ভোলা যায় না
তোমায় হারিয়ে থামে না
শোকের যাতনা।

তুমিহীন বাংলার আকাশ
বড্ডো ছন্নছাড়া
বাঙালি এই আমি
আমরা সর্বহারা।

শোষণের বিরুদ্ধে ছিলো
নিরন্তর সংগ্রাম
আজন্ম বাঙালি তোমায়
করবে শ্রদ্ধা-সম্মান।
শোষিত মানুষের স্বাধীনতার
রচয়িতা তুমি মহান
ভুলবো না তোমায়
গাই তোমার জয়গান।

শিক্ষার্থী : ইসলামপুর মাদরাসা, গোপালগঞ্জ

একটি মন্তব্য করুন