আল্লামা জুনায়েদ বাবুনগরীর চোখের অপারেশন: দোয়া কামনা
প্রকাশঃ
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরীর চোখের অপারেশন করা হয়েছে। আজ মঙ্গলবার (১০ আগস্ট) দুপুর ১২ টায় চট্টগ্রামের ‘শেভরন হসপিটাল’ এ অপারেশন করা হয়।
জানা গেছে, ডান চোখের ছানী পড়ার কারণে আল্লামা জুনায়েদ বাবুনগরীর অপারেশন করা হয়েছে। তবে অপারেশনের পর এখন তিনি স্বাভাবিক ও সুস্থ আছেন বলে হাটহাজারী সূত্রে জানা গেছে।
এদিকে তার পূর্ণ সুস্থতা ও আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।
এর আগে গত রোববার (৮ আগস্ট) দুপুর ১টা ১০ মিনিটে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেন তিনি। সেদিন হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা প্রতিরোধক ভ্যাকসিনের ১ম ডোজ গ্রহণ করেছেন আল্লামা বাবুনগরী।
তামাদ্দুন/এইচএএম

Post a Comment