করোনা ভাইরাস; কমেছে শনাক্ত বেড়েছে সুস্থতা
প্রকাশঃ
করোনা শনাক্ত রোগীর সংখ্যা কমেছে, বেড়েছে সুস্থ রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১১ হাজার ৪৬৩ জন। শনাক্তের হার ২৪ দশমিক ২৮ শতাংশ।
এর আগে রোববার (৮ আগস্ট) ১০ হাজার ২৯৯ জন করোনা রোগী শনাক্ত হয়। নমুনা পরীক্ষার হিসাবে শনাক্তের হার ছিল ২৪ দশমিক ৫২ শতাংশ।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৪১২ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বেড়ে ১২ লাখ ১৯ হাজার ৮৫৯ জন হলো। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৯ দশমিক শূন্য ৩৬ শতাংশ।
সোমবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
এদিকে সরকারি-বেসরকারি ৭০৭টি ল্যাবরেটরিতে ৪৬ হাজার ৯৫৩টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে নমুনা পরীক্ষা করা হয় ১১ হাজার ৪৬৩ জনের।
দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর থেকে এখন পর্যন্ত করোনা শনাক্ত হলো ১৩ লাখ ৬৫ হাজার ১৫৮ জনের।
তামাদ্দুন/এইচএএম

Post a Comment