ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

মৃত্যুক্ষুধা

প্রকাশঃ
অ+ অ-
আল আমিন আজহার 

প্রচ্ছদ : কাজী হাসানুল বান্না


স্বাধীনতার শৃঙ্খলে আবদ্ধ
পরাধীন মানবতার পর্যুদস্ত আর্তচিৎকারে
কম্পমান শোষিত বাংলাদেশ!

মৃত্যুক্ষুধার সকাতর যন্ত্রণায় দুঃস্থ মানবের নিঃশব্দ চিৎকারে
সশব্দে আর্তনাদ করে ওঠে
প্রভাতের আকাশ বাতাস থেমে যায়
বেগবান পৃথিবীর অভিসারী পথচলা;
নিস্তব্ধ হয়ে পড়ে গ্রহ-নক্ষত্রের শহর।

দুর্ভিক্ষের যাঁতাকলে মৃত্যুক্ষুধার আক্রমণে
তারা জীবনের ঠাঁই খুঁজে ফেরে
অমৃত পানের মৃত্যুপুরীতে;
বেঁচে থাকার তাগিদে মৃত্যুর তরে
পান করে অমৃত।
তারা মৃত্যুঞ্জয়ী।

আর ধুরন্ধর শাসকমহল
তাদের মৃত্যুশোকে শোকাতুর হয়ে মেতে ওঠে
দেশপ্রেমে!
অবৈধ হালুয়া-রুটির ভাগাভাগিতে।
যেনো তারাই স্বাধীনতার মানচিত্র।
ছদ্মবেশী মহানায়ক!

অথচ,
ফাল্গুনের রোদে পোড়া কৃষকের মাঠ
ঝরঝর ঝরে পড়া শ্রমিকের ঘামে
নিরবে বয়ে যাওয়া ঝর্ণাধারা
আবাল-বৃদ্ধের বেঁচে থাকার শেষ আশ্রয়;
রঙিন স্বপ্নের ভাঙা কুঁড়েঘর
আর হতদরিদ্রের ভিক্ষাবৃত্তিই
তাদের পুঞ্জিভূত ক্ষমতার
লুট করা হালুয়া-রুটি। 
দেশপ্রেম!

অসহায় মায়েদের বুকফাটা কান্না
নিরাশ্রিত এতিমের প্রলয়ংকরী আহাজারি
আর ক্ষুধিত শিশুর হাহাকার
লুটেরার দরবারে শুধুই মেয়াদোত্তীর্ণ নেশাসেবীর
অবৈধ কুচকাওয়াজ।

পথশিশুদের নির্মল কাতর চাহনি
আর করুণ কণ্ঠের আহাজারি
যেনো সপ্তবীণার সুর!
শুধুই মুগ্ধতা!

নির্দয় পৃথিবীর অভয়ারণ্যে
খোদার করুণাই তাদের বেঁচে থাকার একমাত্র সম্বল।

নালিতাবাড়ি, শেরপুর, ময়মনসিংহ

একটি মন্তব্য করুন