নিঃসঙ্গ ভাবনা
প্রকাশঃ
তাজুল ইসলাম ➤
চুপটি করে ভালোবাসা, খুবটি করে না বলা কথা
তোমায় ডাকা প্রিয়নাম, বেদনার নীলখাম
প্রিয় ফুল শুকনো বকুল, না লেখা কলাম;
থাক না লুকোনো, ডায়েরিতে বাঁচানো—শেষপাতা!
অসময়ের এ্যালার্ম কুয়াশার ট্রাম থাক না অধরা
ভোরের আদল গোধূলির বোল না নাড়ুক কড়া
তুমিহীন ছায়া আলোহীন কায়া নিঃসঙ্গ রাতে
মাঘের পাতা কবিতার খাতা সঙ্গী হোক সাথে;
থাক না গোপনে হৃদয়কোণে—কিছুটা মিষ্টি যন্ত্রণা!
আকাশের অল্প নীল হৃদয়ের অন্তমিল থাক না বাকি
বর্ষার ছাতা গল্পের খাতা চিলেকোঠায় জমিয়ে রাখি
দুটো গোলাপ, ধোঁয়া ওঠা চা-কাপ থাক না পড়ে
মুঠো মুঠো বারি হাত বাড়িয়ে ধরি ভাবনার উঠোনজুড়ে;
আনচান মন বড্ডো উচাটন—কতোসব এলো ভাবনা!
হেমন্তের মেঘ ক্ষয়িষ্ণু আবেগ একমুঠো উষ্ণতার তালাশ
মাঘের কুয়াশা ছাপানো ধোঁয়াশা থাক না এক আকাশ
খুনসুটি আলাপ রাতগভীর প্রলাপ—এই যাঃ চার্জ শেষ
ভোরের রোদ্দুর ডাকপিয়ন কদ্দূর, অপেক্ষার রেশ;
থাক না অনুভবে না দেখা অবয়বে—কিছুটা মিথ্যে অনুভূতি!
ঘাসের বুকে ঘাসফুলের মুখে থাক না শিশির জমা
ছবিহীন ফ্রেম না-লেখা প্রেম, নিঃসঙ্গ চুক্তিনামা
জলসাপড়া ঘর ফুলঝরা প্রহর হলদে রাঙা ভোর
না দেখা মুখ মেহেদি পাতার দুঃখ, বিষণ্ণ করিডোর;
থাক না পোষা চোখে সহসা—তোমায় দেখার অসুখ!
কবি ও গল্পকার
কোটালিপাড়া, গোপালগঞ্জ

Post a Comment