ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

খোঁজ

প্রকাশঃ
অ+ অ-
কাজী হাসানুল বান্না  

প্রচ্ছদ : কবি

চাঁদের পাহাড় থেকে সুবহেসাদিক
বুনোফুলের গন্ধে জমে ওঠে উৎসব
আধো খোলা জানালায় হাতটা বাড়িয়ে দিই
কবিতা কুড়িয়ে নেবো বলে; 
সেখানে ছন্দ খুঁজে ফিরি
হ্যাঁ, আমি কবিতা কুড়িয়ে নেবো।

নীলচে আকাশটা যেখানে মিশে যায়
সেখানে সবুজের কোলাহল
রোদেরা মিতালী গড়েছে পাতায় পাতায় 
দৃষ্টির সীমানায় মুগ্ধতায় ডুব দিই
কবিতা কুড়িয়ে নেবো বলে;
সেখানে ছন্দ খুঁজে ফিরি
হ্যাঁ, আমি কবিতা কুড়িয়ে নেবো।

রক্তিম আসমান ছুঁয়ে যায় সন্ধ্যেবেলা
ছায়াপথে ঘরমুখো ক্লান্ত প্রাণ
সড়ক বাতিগুলো তখনও অপ্রয়োজন
সেসময় আকাশজুড়ে হাজারও পাখির দল
চেয়ে দেখি অপলক
কবিতা কুড়িয়ে নেবো বলে; 
সেখানে ছন্দ খুঁজে ফিরি
হ্যাঁ, আমি কবিতা কুড়িয়ে নেবো। 

গাঢ় আঁধারে তারারা হাসে
জোছনারা জড়ো হয় উঠোনজুড়ে
কী এক অপরূপ পৃথিবীতে হারিয়ে যাই!
কবিতা কুড়িয়ে নেবো বলে
সেখানেও ছন্দ খুঁজে ফিরি
হ্যাঁ, আমি কবিতা কুড়িয়ে নেবো।

দত্তপাড়া, শিবচর, মাদারিপুর

একটি মন্তব্য করুন