ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

উড়ো চিঠি

প্রকাশঃ
অ+ অ-
তাজুল ইসলাম 

প্রচ্ছদ : কাজী হাসানুল বান্না

এই যে দুজন দূরে দূরে থাকি
এই যে এতো দূরত্ব পুষে রাখি
তাই বলে কি নিভে যাবে মন?
ভালোবাসা ঠুনকো এতোই, কাঁচের মতোন? 

এই যে বুকে জমানো ব্যথা, মস্ত মিনার 
না-বলা কথার সমুদ্র এক, নেই কিনার
তাই বলে কি ছেড়ে থাকার হয় মানে? 
ভালোবাসি কতোখানি ঈশ্বর জানে।

এই যে আকাশসম অভিমানে বুক বাঁধি
হৃদয়ে হৃদয়ে আবার ভীষণ প্রেম সাধি
নিয়ম মেনে হয় না, না হয় কাছে আসা
তাই বলে কি ফুরিয়ে যাবে ভালোবাসা? 

এই যে লোকে কাছে থেকে
বলতে পারে, আছে ভীষণ সুখে?
চারদেয়ালের মাঝেও কিন্তু উঠতে পারে দেয়াল
হৃদয় যদি পুষে রাখে বিচ্ছেদেরই খেয়াল!

‘দূরত্বে ভালোবাসা নিভে যায়’ কেনো এই ভাবনা?
লাভ কি? মিথ্যে বাড়িয়ে যন্ত্রণা!
হৃদয়ের মুখবন্ধ খামে লিখে দিলাম
আমি আছি, থাকবো; ঠিক যেমনটি ছিলাম।

কোটালিপাড়া, গোপালগঞ্জ

একটি মন্তব্য করুন