রাহমানিয়া দখল : কাপুরুষতার পরিচায়ক
প্রকাশঃ
মাজহারুল ইসলাম ➤
![]() |
| প্রচ্ছদ : কাজী হাসানুল বান্না |
হজরত আলী (রা.)-এর সঙ্গে হজরত মুয়াবিয়া (রা.)-এর অনেক মতনৈক্য হয়েছিলো। মতনৈক্য এমন পর্যায়ে পৌছেছিলো, ভাই-ভাইয়ের বিরুদ্ধে রক্ত ঝরাতে বাধ্য হন। অনেক সংঘর্ষ হয় তাদের মাঝে। অনেক মুসলমান ভাই অপর ভাইয়ের আঘাতে শহিদ হন ।
কিন্তু এখন যে কথাটা বলবো, এটা বলা আমার মূল উদ্দেশ্য। মুসলমানদের এমন সংকটময় মুহূর্তে হজরত মুয়াবিয়া (রা.)-এর কাছে রোমান খৃস্টানরা একটা চিঠি পাঠায় । চিঠির মূল বিষয়—‘হজরত আলী (রা.)-কে পরাজিত করার জন্য আমরা আপনাকে সৈন্য দিয়ে সাহায্য করবো।’
হজরত মুয়াবিয়া (রা.) তখন যে জবাব দিয়েছিলেন, তা মুফতি সাহেবকে শুনিয়ে দেওয়া দরকার—‘আলী আমার ভাই। তার সঙ্গে আমার বিভিন্ন বিষয়ে বিরোধ থাকতেই পারে। কিন্তু এর মাঝে যদি তোমরা নাক গলাতে এসো, তাহলে মনে রেখো, আলীর সঙ্গে সমস্ত বিরোধ ভুলে গিয়ে আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো।’
মাদরাসা আপনার মানলাম। দখল করবেন, এটাও মেনে নিলাম। কিন্তু যখনই আমরা কোনো বিপদে পড়ি, তখনই আপনারা মাদরাসা দখলের পায়তারা শুরু করেন, এটা কি ঐ যে রোমানদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে হজরত আলী (রা.)-এর সঙ্গে যুদ্ধ করার নামান্তর নয় কি?
আপনারা অন্য সময় কেনো দখলের চেষ্টা করেন না? আজ আমাদের মুরব্বিরা জালিমের কারাগারে বন্দি। এ মুহূর্তে আপনারা মাদরাসা দখলের পায়তারা করছেন। এটার নাম কাপুরুষতা নয় কি?
শিক্ষার্থী : জামিয়া রাহমানিয়া আরাবিয়া, মুহাম্মদপুর, ঢাকা

Post a Comment