পাকিস্তান সীমান্ত ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিতে আফগান সরকার বাহিনীর তীব্র লড়াই
তামাদ্দুন ডেস্ক ➤
পাকিস্তানের সাথে গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং স্পিন বোলডাকের নিয়ন্ত্রণ নিতে অভিযান শুরু করার পর শুক্রবার আফগানিস্তানের দেশপ্রেমিক তালেবান যোদ্ধাদের সাথে সন্ত্রাসী রাষ্ট্র আমেরিকার মদদপুষ্ট আফগান সরকার বাহিনীর সংঘর্ষ হয়েছে। খবর এএফপি’র।
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের পুলিশের মুখপাত্র জামাল নাসির বারাকজাই এএফপি’কে বলেন, তালেবানের বিরুদ্ধে আফগান সরকার বাহিনী লড়াই করছে।
স্থানীয় বাসিন্দারা জানান, আফগানের সরকার বাহিনী সীমান্ত শহরের প্রধান বাজারে অবস্থান করছিল।
স্পিন বোলডাকের বাসিন্দা মোহাম্মদ জহির বলেন, ‘সেখানে তীব্র লড়াই চলছে। ’
প্রসঙ্গত, চলতি সপ্তাহের গোড়ার দিকে আফগানিস্তানের দেশপ্রেমিক তালেবান যোদ্ধারা এ সীমান্ত ক্রসিং দখল করে নেয়। মার্কিন বাহিনী আফগানিস্তান থেকে তাদের সৈন্যদের চূড়ান্তভাবে প্রত্যাহার শুরু করার প্রেক্ষিতে মে মাসের গোড়ার দিকে তালেবানরা অন্যান্য এলাকার মতো এ সীমান্তের দখল নেয়।
এ সীমান্ত দিয়ে সরাসরি পাকিস্তানের বেলুচিস্তানে প্রবেশের সুযোগ থাকায় এটি তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তালেবান শীর্ষ নেতৃত্ব গত কয়েক দশক ধরে এখানে ঘাঁটি গেড়ে রয়েছে।
তামাদ্দুন২৪.কম/এইচএএম

Post a Comment