ঈদ মোবারক
প্রকাশঃ
উম্মে মাবাদ ➤
চাঁদ উঠেছে ওই
পুকুরপাড়ে ভীড় জমেছে
তোমরা সবাই কই?
দেখে যাও মেপে যাও
ঈদের বাঁকা চাঁদ
মুমিনের ঘরে ঘরে
এলো খুশির বাঁধ৷
ঈদের দিনে কিনবো ভাজা
কিনবো ঝালমুড়ি
সবার জন্য আনবো কিনে
সমুচা আর পুরি৷
সাতসকালে সেমাই খেয়ে
পড়বো ঈদের নামাজ
কোলাকুলি করে সবাই
গড়বো সুখের সমাজ৷
ছোটো-বড়ো বন্ধু-স্বজন
খেয়ে যেও সেমাই
ইসলামে যে গরিব-দুঃখীর
নাই ভেদাভেদ নাই ৷
ঈদের দিন পশু জবাই
করবো সবাই মিলে
ভাগাভাগি করে শেষে
নেবো মুসলিম বলে।
সন্ধ্যেবেলা রবের কাছে
করবো ওয়াদা খুব
তওবা করে নামাজ ধরে
দেবো ইসলামে ডুব৷
ইসলামপাড়া, গোপালগঞ্জ

Post a Comment