ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

বিশ্ববাজার দরে চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণ করুন: জমিয়ত

প্রকাশঃ
অ+ অ-

তামাদ্দুন ডেস্ক

চামড়ার বিশ্ববাজারের মূল্যের প্রতি লক্ষ্য করে আসন্ন কুরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করতে হবে। বাংলাদেশের অফার সম্ভাবনাময় চামড়াশিল্প ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাচ্ছে। একটি অসাধু মহল চামড়া থেকে অর্থ হাতিয়ে নিয়ে যাচ্ছে। এতে বাংলাদেশ সরকার ও কুরবানির চামড়ার প্রকৃত হকদার গরিব-মিসকিনরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। চামড়ার অর্থ দিয়ে বাংলাদেশের অনেক ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র শিক্ষার্থীরা উপকৃত হয়। তাই দেশের স্বার্থে ও দরিদ্র মানুষের স্বার্থে চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণের আহ্বান জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি শায়খুল হাদিস হাফেজ মাওলানা মনসুরুল হাসান রায়পুরী ও মহাসচিব শায়খুল হাদিস হাফেজ মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম।

আজ শনিবার (১৭ জুলাই) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তারা এই  আহ্বান জানান।

নেতৃদ্বয় আরো বলেন, গরু ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু নিয়ে রাজধানী ঢাকাসহ বিভিন্ন বাজারে যাওয়ার পথে রাস্তায় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। ফেনীতে একজন গরু ব্যবসায়ী ডাকাতের হাতে নির্মমভাবে খুনও হয়েছেন।

নেতৃদ্বয় চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণ ও  ব্যবসায়ীরা নির্বিঘ্নে গরু নিয়ে বাজারে যেতে পারে সে ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

তামাদ্দুন২৪.কম/এইচএএম

একটি মন্তব্য করুন