অবসান হোক জটিলতার
প্রকাশঃ
মুহিউদ্দীন কাসেমী ➤
![]() |
| প্রচ্ছদ : কাজী হাসানুল বান্না |
একজন গবেষক বসেছেন ইতিহাস লিখতে। পৃথিবীর শুরু থেকে সব ইতিহাস পড়া হয়েছে তার। বইপুস্তকে ভর্তি তার ঘর। এবার লিখতে বসেছেন৷ তখনই ঘরের বাইরে হৈচৈ শুনতে পেলেন। হন্তদন্ত হয়ে উঠে গেলেন। দেখেন—ঝগড়া হয়েছে। তিনজনকে জিজ্ঞেস করলেন, ‘ঝগড়ার কারণ কী?’ তিনজনে তিনরকম মন্তব্য করলো। ঘরে এসে সব বই জ্বালিয়ে দিলেন। বললেন, ‘দশ মিনিট আগের ঘটনার বর্ণনা দিচ্ছে তিনজন তিনরকম। তাহলে দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত কিসের ইতিহাস লিখবো আমি?’
রাহমানিয়ায় কী ঘটছে, এসব বিষয় থেকে দূরের মানুষের দূরে থাকাই ভালো। যারা প্রত্যক্ষদর্শী, তারা শরিয়তের নীতি বজায় রেখে মন্তব্য করতে পারেন। প্রশাসনের হস্তক্ষেপ সবসময়ই ক্ষতিকর। সবচেয়ে ভালো হয়, নিজেদের সমস্যা নিজেরা সমাধান করা। তা সম্ভব না হলে মুরুব্বি পর্যায়ের যারা আছেন, তাঁদের এগিয়ে আসা উচিত।
পরিচালক : মাদরাসাতুল মানসুর, গাজিপুর

Post a Comment