আলো-আঁধারির মঞ্চ
প্রকাশঃ
তাজুল ইসলাম ➤
নেই কিছু এমন যা তুমি না জানো
সাধু নাকি ভণ্ড, দুর্বল নাকি সবল, কে আমি?
তুমি তো জানো, তাই তুমি অন্তর্যামী।
কতো লোকে কতোভাবে দেয় যে আমায় ফেরফার
তাতে কি-ই বা যায় আসে আমার!
তুমি আছো যার ভরসা
সাহস তার থাকবে সহসা।
ধৈর্যে বাঁধি বুক তোমায় ভেবে
দয়াময়! তুমি থাকো আমার প্রতিটি স্বভাবে
কাজে কিংবা কথায় না যেনো ভুলি তোমায়
এহেন এহসানে পূর্ণ করো আমায়।
হাসি-আনন্দ, দুঃখ-বেদনা সবই তো তোমার দান
সয়ে যেনো যেতে পারি সব, ধৈর্য দাও তব অফুরান
দুর্যোগে-দুর্ভোগে করি যেনো তোমায় স্মরণ
আলো-আঁধারির মঞ্চ, সে-ই তো জীবন।
কোটালিপাড়া, গোপালগঞ্জ

Post a Comment