ফাঁকি
প্রকাশঃ
সুমাইয়া জান্নাত ➤
পা দুলিয়ে হাঁটি
কাদা মেখে বকা খেয়ে
হরেক ফন্দি আটি৷
রাগ করিস নে, ঘরে ফের
এবার ভাত খাবি
ডাকটি শুনে বেয়াড়া আমি
হোপ ফুলিয়ে ভাবি৷
কখন আসবে বলবে মা
এবার ওরে ডাকি
ভাত বেড়ে ডাকবে মা
দেবে না আর ফাঁকি৷
ঘরে আজ খোকন ডাক
কেনো হয় না কাকি?
কাকি বলে, খোকন তোর
মা গোরস্থানের পাখি৷
মা-হীন কি করে আজ থাকি?
মা যে দিলো অসময়ে ফাঁকি!

Post a Comment