জোছনাবিলাস
প্রকাশঃ
মাহমুদুল হাসান ➤
![]() |
| প্রচ্ছদ : কাজী হাসানুল বান্না |
'আদিব হুজুর' জোছনা ভালোবাসেন। এ নিয়ে তাঁর অনেক লেখা আছে। প্রিয় মুরশিদকে নিয়ে অনেকবার জোছনা উপভোগ করেছেন তিনি। কখনও নূরিয়ার ছাদে, কখনও নৌকায় বসে। হুমায়ুনের বইয়ে পড়েছি তাঁর জোছনাপ্রীতির গল্প। জোছনাকে ভালোবেসে তাঁর অসাধারণ এক চরিত্রের অবতারণা হয়েছে—'হিমু'।
মাদরাসার জানালা দিয়ে কোনো একদিন চাঁদ দেখেছি, খুব গভীরভাবে। ঠিক নারিকেল গাছটার ওপর উঁকি দিয়েছিলো। ঝিরঝিরে বাতাসে নারিকেল পাতাগুলি কেমন দোল খাচ্ছিলো। যেনো চাঁদও সঙ্গ দিয়ে যাচ্ছিলো অতি গোপনে। কেমন সুন্দর লাগছিলো সে পরিবেশ! কখনও ভোলার নয়।
সহসম্পাদক : আলোর মিনার
লক্ষ্মীর হাট, ঠাকুরগাঁও

Post a Comment