ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

তুমি ফিরবে

প্রকাশঃ
অ+ অ-
তাজুল ইসলাম 

প্রচ্ছদ : কাজী হাসানুল বান্না

হয়তো চৈত্রের কোনো এক ক্লান্ত দুপুরে
তুমি ফিরবে আমাদের প্রিয় শিমুলবনে 
হয়তো বুনো বোশেখের কোনো এক সন্ধ্যের মুখে
ছুটে আসবে নিঃসঙ্গ হৃদয় ছাউনি তলায়।

অথবা আষাঢ়ের গহীন বর্ষার দিনে,
তুমি ফিরবে বিকেলের বিরান মাঠে।

কিংবা প্রাচীন কৃষ্ণচূড়াটার নিচে,
একদিন তুমি ফিরবে। 

কোনো একদিন তুমি ফিরে আসবে
হয়তো শরৎ-সন্ধ্যার কাশফুলের ভীড়ে।

অথবা শেষ হেমন্তের মৃদু কুয়াশায় হিম হয়ে আসা
মধ্যরাতের ক্ষয়িষ্ণু চাঁদের আঙিনায়।

সে হয়তো আরও বহুদিন পরে
হয়তো বা এক কোটি বছর কিংবা তারও অধিক পরে,
 জানি তুমি ফিরবে—আবার, এই শহরে।

একটি মন্তব্য করুন