এবার হিজবুল্লাহ-র সঙ্গে যুদ্ধে জড়াতে ইসরায়েলের নতুন জঙ্গি-সন্ত্রাসী বাহিনী গঠন
আন্তর্জাতিক ডেস্ক ➤
হিজবুল্লাহ-র সঙ্গে যুদ্ধে জড়াতে নতুন একটি জঙ্গি-সন্ত্রাসী বাহিনী গঠন করলো উগ্রবাদী ইহুদিবাদি দেশ ইসরায়েল। খবর আরব নিউজের।
এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজ বলেছিলেন, লেবানন তথা হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ হলে তা হবে সাম্প্রতিক গাজার যুদ্ধের চেয়ে অন্তত ১০ গুণ বেশি ভয়াবহ।
জানা গেছে, ৮৮৮ সদস্য নিয়ে গঠিত নতুন এই সামরিক ইউনিটের নাম দেওয়া হয়েছে 'গোস্ট' অর্থাৎ ভূত! এই বাহিনীর একমাত্র কাজ হবে হিজবুল্লাহ গেরিলাদের গতিবিধি সার্বক্ষণিক নজরদারি করা এবং সেই সাপেক্ষে তাদেরকে যুদ্ধে উস্কে দিয়ে নিজেদের উগ্রতা প্রকাশ করা।
লেবাননের দক্ষিণাঞ্চলে পার্বত্য এলাকায় হিজবুল্লাহর সামরিকঘাঁটি রয়েছে। আপাতত সেখানেই তাদের অযথা নরজদারি করার দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, গাজা যুদ্ধে কার্যত পরাজিত হওয়ার কয়েক দিন পরই ইসরায়েল লেবাননকে যুদ্ধের হুমকি দিয়েছিলো। কারণ লেবাননের হিজবুল্লাহ গাজার প্রতিরোধ সংগঠনগুলোর চেয়েও সামরিক দিক থেকে শক্তিশালী ও অভিজ্ঞ।
তামাদ্দুন/হাসান আল মাহমুদ

Post a Comment