হাইয়ার ফলাফল প্রকাশ : অনুভবে উচ্ছ্বাস
প্রকাশঃ
মুহিউদ্দিন সাইফ ➤
![]() |
| প্রচ্ছদ : কাজী হাসানুল বান্না |
আল হাইয়াতুল উলয়ার ফলাফল প্রকাশ পেলো আজ। এ মুহূর্তের আনন্দটা কাউকে বলে বোঝাতে পারবো না। যার আনন্দ, সে-ই শুধু উপভোগ করতে পারে। দীর্ঘ জীবনে সাধনার একটি ধাপ অতিক্রম করার পর সফলতার বার্তা যখন হাতে আসে, তখন সে কতোই না আনন্দিত হয়ে থাকে!
ফলাফল পেয়ে আনন্দিত হওয়া এবং তা প্রকাশ করা তো জান্নাতিদের বড়ো গুণ। এতে খারাপ বা মন্দের তো কিছু নেই। কোরআনে কারিমে এ সম্পর্কে বলা হয়েছে, ‘যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, সে বলবে, নাও, তোমরাও আমলনামা পড়ে দেখো। আমি জানতাম, আমাকে হিসেবের সম্মুখীন হতে হবে। অতঃপর সে সুখী জীবনযাপন করবে সুউচ্চ জান্নাতে।’ (সুরা হাক্কা : ১৯-২৪)।
কিন্তু কিছু মানুষ এটা বুঝতে চেষ্টা করে না কখনও। উপলব্ধি করতে পারে না আরেকজনের আনন্দে আনন্দিত হওয়ার বিষয়টি। চেষ্টা করে না আরেকজনের দুঃখে শান্তির হাত বুলাবার। আজকের এই ফলাফলে আনন্দিত হয়ে একজনের সঙ্গে রসিকতা করলাম। তার প্রতিত্তোর পেলাম, ‘এসব বেয়াদবিসুলভ আচরণ জীবনকে খারাবির দিকে টানে।’
আরেকজন বললো, ‘ধোঁকাবাজ! আপনার মিষ্টি আপনাকে ফেরৎ দিয়ে দিলাম। দূরের-কাছের অনেককেই আমার আনন্দে সুখী হতে দেখেছি। আমার দুঃখে কষ্ট করতে দেখেছি। তাদের একজন আমার আনন্দে খুশি হয়ে বললো, ‘দোস্ত! তোমার আনন্দে আজকে আমিও আনন্দিত। মনে পড়ে, তোমার সঙ্গে কাটানো সেই দিনগুলোর কথা। যদি আমিও তোমার সঙ্গে পথ চলতাম, তাহলে আমিও হয়তো আজকে তোমার মতো সুখী হতাম। বন্ধু! দোয়া করি তোমার জন্য। তুমি আরও বড়ো হবে। আরও সামনে এগিয়ে যাবে। ভবিষ্যতে তোমার জন্য সুখী জীবনের কামনা করি।’
লেখক : কৃতি শিক্ষার্থী, আল জামিআতুল ইসলামিয়া ইসলামপুর (ভবানিপুর মাদরাসা), গোপালগঞ্জ

Post a Comment