তুমি কি সে-ই
প্রকাশঃ
তাজুল ইসলাম ➤
যার নামে শব্দরা ডানা পায় প্রজাপতির
বুনোফুল হয় প্রিয় ফুল, প্রিয় কবিতা?
তুমি কি সে-ই;
যার নামে বকুল ঝরে ঝরে শুকোয়
গন্ধ বিলোতে বিলোতে হয় বাদামী ধুলো?
তুমি কি সে-ই;
যার নামে রাতের বুকে শিউলি ফোটে
ধুতুরায় জমে নরম শিশির?
তুমি কি সে-ই;
যার নামে জোনাক জ্বলে রাতের গহীনে
আঁধারের গায়ে ফোটে বেগুনি আলো?
তুমি কি সে-ই;
যার নামে সন্ধ্যে নামে শহরবুকে, স্মৃতির নিয়ন-আলোয়
সবুজাভ হয় জীবনের চারটে দেয়াল?
তুমি কি সে-ই;
যার নামে জোছনা নামে পৃথিবীর বুকে
রূপোলি চাঁদের আলোয় আকাশ মেলে তার বুক?
তুমি কি সে-ই;
যার নামে বৃষ্টি এলে কদম ফোটে পথের ধারে
আষাঢ়ের মেঘ হেমন্তে ছোটে?
তুমি কি সে-ই;
যার নামে ফুল ঝরা রজনীর শুকনো ডাঁটি জলে ভেজে
প্রিয় গল্পপাতার ভাজে থাকে হাজারটা গুল্ম?
তুমি কি সে-ই;
যার নাম করে আসে কোকিল ডাকা ফাগুন
চৈত্রের পত্রে পত্রে লেখা প্রেমপত্র?
তুমি কি সে-ই;
যার নামে কাঁঠালপাতার ছাতার নিচে লুকিয়ে থাকে দোয়েল ডাকা ভোর
রবির একমুঠো মিষ্টি রোদ্দুর?
তুমি কি সে-ই;
যার নাম করে বেদনার নীল বিষাদের বিষ শুষে শুষে
অপরাজিতা পায় গাঢ় নীল?
তুমি কি সে-ই;
যার নামে শরতের বুকে দোলে কাশবন
জীবনানন্দের কবিতায় রাতের বুকে ফোটা ডুমুর ফুল?
তুমি কি সে-ই;
যার পরনে পছন্দের নীল শাড়ি, খোঁপাখোলা মেঘকালো দীর্ঘ এলো চুল
কানে গোজা প্রিয় বেলীফুল?
তুমি কি সে-ই;
যাকে ভাবি অষ্টপ্রহর, রাত করি ভোর
না-লেখা কবিতা, গল্পের ঘোর
প্রিয় উপন্যাসের শেষপাতা?
তুমি কি সে-ই;
যাকে এতো নিভৃতে ভালোবাসা
একশো প্রশ্নের উত্তরে কেবল একটামাত্র বিষ্ময়চিহ্ন?
তুমি কি সে-ই?
তুমি কি সে-ই?
কোটালিপাড়া, গোপালগঞ্জ

Post a Comment