বৃষ্টি বৃষ্টিখেলা
প্রকাশঃ
ফারুক হাসান ➤
![]() |
| প্রচ্ছদ : কাজী হাসানুল বান্না |
বৃষ্টি; ছেলেবেলায় অন্যরকম কিছু ছিলো। অবিচ্ছেদ্য অংশ ভালোলাগা জীবনের। যার আনন্দ শুরু হতো মেঘ ডাকা থেকে বৃষ্টির শেষ ফোঁটা পড়া অবধি। এর মাঝে কতো শতো দুষ্টুমি; যা আজও ভোলার নয়। যে আনন্দের শুরু আম্মুর সতর্কবার্তা দিয়ে, আর শেষ বাবার পিটুনি বা বকুনিতে।
ইচ্ছে হয়, ফিরে যেতে সেই বাদলামুখর ভেজা মূহুর্তে। ইচ্ছে হয়, আজও দৌড়ে গিয়ে সবার সঙ্গে মিলে আম কুড়াতে। যা এখন হয়তো সম্ভব হবে না। বড়ো হবার সঙ্গে সঙ্গে কতো শতো আনন্দময় মূহুর্ত উপভোগ না করতে করতে ভুলতে বসেছি! যার ফিরিস্তি অনেক লম্বা।
শুধু কি আনন্দের ছিলো এই বৃষ্টির মূহুর্তটি? না, মোটেও এমনটি নয়। তবু কি ভোলা যায় বৃষ্টিতে ভিজে জ্বরে ভোগার আবেগভরা অতীত! এখনও না খুব খুব ইচ্ছে হয়, পাড়ার সমবয়সী ছেলেপুলেদেরকে ডেকে ছোটাছুটি করতে। আবার ফিরে যেতে প্রকৃতির ছোঁয়ায় আনন্দে ভরা ছেলেবেলায়। ফিরে পেতে ইচ্ছে হয়, বৃষ্টিতে ভিজে বালুচরে গিয়ে ছোঁয়াছুঁয়ি খেলা। আদৌ কি তা সম্ভব! নাকি রোজ বাদলা দিনে এমন আবেগময় মুহুর্তে পরিতাপের কফিতে চুমুক দিয়ে ছেলেবেলার শূন্যতায় হাহাকারে ডুবতে হবে!
শিক্ষার্থী : আল জামিআতুল ইসলামিয়া ইসলামপুর (ভবানিপুর মাদরাসা), গোপালগঞ্জ

Post a Comment