ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

বেফাকের সহসভাপতি মনোনীত বরুণার পীর

প্রকাশঃ
অ+ অ-


তামাদ্দুন ডেস্ক: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-বেফাকের সহসভাপতি মনোনীত হয়েছেন বরুণার পীর মুফতি রশীদুর রহমান ফারুক বর্ণভী।

শনিবার (৩০ অক্টোবর) যাত্রাবাড়ীর কাজলায় বেফাকের নতুন ভবনে বেফাকের মজলিসে আমেলার বৈঠক তাকে মনোনীত করা হয়েছে। বিষয়টি তামাদ্দুন টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন বেফাকের সহ-সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন রাজুসহ একাধিক কর্মকর্তা।

বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি যাত্রাবাড়ী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে মজলিসে আমেলার বৈঠকে উপস্থিত ছিলেন বেফাকের মজলিসের আমেলার অন্যান্য সদস্যরা।

উল্লেখ্য, মুফতি রশীদুর রহমান ফারুক বর্ণভী জামিয়া মাদানিয়া শেখ এম.এ জব্বার শেখবাড়ীর মুহতামিম, জামিয়া লুৎফিয়া আনোয়ারুল ঊলূম বরুণার শায়খুল হাদীস ও আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর।

-এইচএএম

একটি মন্তব্য করুন