ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

ছোট রাহমানিয়ার সৈনিকদের বলছি

প্রকাশঃ
অ+ অ-
আহমাদুল্লাহ আশরাফ 

প্রচ্ছদ : কাজী হাসানুল বান্না

১. দেশের অধিকাংশ মাদরাসার অতীত দখলের ইতিহাস আছে। অসংখ্য মাদরাসার নাম শোনাতে পারবো, চ্যালেঞ্জ! 
তাহলে কি এখন অতীত ইতিহাসের দোহাই দিয়ে মুফতি মনসুরুল হক সাহেবের মতো সবাই দলবল ও পুলিশ-প্রশাসন নিয়ে মাদরাসা দখলের যুদ্ধে নামবে?

২. অতীতের দখলের দ্বারা দীনের লাভ ও ফায়দা হয়েছে। আরেকটি রাহমানিয়ার জন্ম দিয়েছেন মুফতি মনসুরুল হক সাহেব। কিন্তু এখন দখলের দ্বারা দীনের কী লাভ ও ফায়দা হবে?

৩. পুলিশ-প্রশাসন ও সরকার রাহমানিয়া দখল করতে আপনাদের সহযোগিতা করছে। পুলিশ-প্রশাসনকে ধন্যবাদ। কিন্তু একটু ভাবুন তো, পুলিশ-প্রশাসন ও সরকার কখন মাদরাসা ও উলামায়ে কেরামের শুভাকাঙ্ক্ষী ছিলো?

৪. মাদরাসা দখল করে আপনারা আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে শুরু করবেন। ভালো কথা। কিন্তু যারা বড় রাহমানিয়ার ছাত্র, তারা কোথায় যাবে? তাদের ভবিষ্যৎ কী?

৫. দখল করার পূর্বেই ছাত্রদের অবস্থা দেখে আমরা শিউরে উঠেছি। হন্তদন্ত হয়ে কিতাবাদি ও বিছানাপত্র নিয়ে নগ্নপায়ে দৌড়াদৌড়ি করার ছবি ফেসবুকে এখন ভাইরাল। মাদরাসা দখলের নামে ছাত্রদের হয়রানির অধিকার কে দিয়েছে আপনাদের?

৬. অতীতের ইতিহাস বলা ছাড়া রাহমানিয়া দখলের যৌক্তিক কোনো কারণ এখন পর্যন্ত দেখাতে পারেননি আপনারা। অতীতের দোহাই কি আদৌ দখলের কারণ হতে পারে?

৭. অতীত ইতিহাস দুটি২০০০ সালের একটি, আর ২০০১ সালের একটি। দুটিই দখলের ইতিহাস। উস্তাদ-ছাত্রের সংঘর্ষের ইতিহাস। আপনারা বারবার একটি বলেন কেনো?

ছোট রাহমানিয়ার সৈনিকদের বলছি, আপনারা আমাদেরকে প্রশ্নগুলোর গঠনমূলক উত্তর দিলে আমরাও আপনাদের সাপোর্ট করবো, সহযোগিতা করবো, আপনাদের পক্ষে লেখালেখি করবো। ইনশাআল্লাহ।

লেখক : শিক্ষার্থী, ইসলামিক রিসার্চ সেন্টার, বসুন্ধরা, ঢাকা

একটি মন্তব্য করুন